থানায় জিডি করল পপির পরিবার

থানায় জিডি করল পপির পরিবার
বিগত কয়েক বছর ধরে চিত্রনায়িকা পপি নিজেকে আড়ালে রেখেছেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজব ছড়ালেও তিনি কখনোই কিছু বলেননি। তবে সম্প্রতি তার বিরুদ্ধে গুরুতর একটি অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, পপি তার স্বামীসহ পৈতৃক জমি দখল করার চেষ্টা করছেন, এ কারণে তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। জিডির তথ্য অনুযায়ী, পপি, তার স্বামী আদনান উদ্দিন কামাল এবং কয়েকজন সহযোগী সোমবার সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ির কাছে জমি দখলের চেষ্টা করলে বাধা দেওয়ার পর তারা ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন। পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমে বলেছেন, বিয়ের পর থেকেই পপি ও তার স্বামী তাদের নানা রকম হুমকি-ধমকি দিয়ে আসছেন এবং পপির বাবার জমি দখলের চেষ্টা করছেন। পপির বোন ফিরোজা পারভীন জানিয়েছেন, পপি তাদের পরিবারের সব জমি একাই দখল করতে চান, বিশেষ করে বাবার মৃত্যুর পর থেকেই তারা নিয়মিত হয়রানির শিকার। তিনি আরও জানান, পপির হুমকির কারণে তাদের জীবন নিরাপদ নয় এবং তারা সঠিক বিচার চান।